logo ০১ মে ২০২৫
৬০% লভ্যাংশ ঘোষণা করলো স্টাইল ক্রাফট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১১:০৫:৪১
image

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্রাফট ৬০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগামী ২৭ আগস্ট  স্টাইল ক্রাফটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।রাজধানীর মহাখালীতে অবস্থিত হোটেল অবকাশে বিকেল ৩টায় অনুষ্ঠিত সভার আয়োজন করা হয়েছে।


২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬২.৫৭ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭২.৭০ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩২৫ টাকা।


আগের বছর স্টাইল ক্রাফট ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৩ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/ ০২ জুলাই /এআর/ ঘ.)