কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১২:১৯:৩২
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৭১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির। আর দর কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে।
সিএসইতেও সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
(ঢাকাটাইমস/২জুলাই/জেএস)