৬ দিনের ঈদের ছুটিতে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১৩:৫৬:২০
ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজারে ৬ দিন লেনদেন বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই থেকে ২০জুলাই পর্যন্ত লেনদেন বন্ধের পাশাপাশি শেয়ারবাজারের যাবতীয় কার্যক্রমও বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদের ছুটির পর ২১ জুলাই থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। ওই সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। রমজান মাসে সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হচ্ছে। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে ১ ঘণ্টা কম লেনদেন হচ্ছে।
(ঢাকাটাইমস/২জুলাই/জেএস)