logo ০১ মে ২০২৫
কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৫ ১৫:৩২:০১
image

ঢাক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ১০ পয়েন্ট। আর এদিন ডিএসইতে লেনদেন কমেছে ১৫ শতাংশ।


ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৫০৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।


এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার  ৫৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭২ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, ইফাদ অটোস এবং ফার কেমিক্যাল।


বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।


(ঢাকাটাইমস/২জুলাই/জেএস)