logo ৩০ এপ্রিল ২০২৫
পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৫ ১৫:৫০:৪৮
image

ঢাকা: লেনদেন ও সূচকের পতনে সপ্তাহ শুরু করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৯ পয়েন্ট কমে এক হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৭৬১ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ২২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫০৪ কোটি ৬২ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ৪২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৫জুলাই/এমএন)