আয় বেড়েছে সোনালী আঁশের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৫ ১১:২৭:৫৯
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের আয় বেড়েছে ১০০ শতাংশ। আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সোনালী আঁশের কর পরবর্তী মুনাফা হয়েছে ৭১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৩৫ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয়ের পরিমাণ ছিল ১৩ পয়সা।
অপরদিকে প্রথম ৯ মাসের (জুলাই ‘১৪ থেকে মার্চ ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী সোনালী আঁশের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ও শেয়ার প্রতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ১৫ লাখ ৪০ হাজার টাকা ও ৫৭ পয়সা।
(ঢাকাটাইমস/৫জুলাই/এমএন)