স্কয়ার ফার্মার পর্ষদ সভা ১৪ জুলাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৫ ১০:৫৬:৪৪
ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২ টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানির ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।
২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৩০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
(ঢাকাটাইমস/৬জুলাই/এমএন)