শেয়ার বেচবেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৫ ১২:২২:৫০
ঢাকা: ব্যাংকিং খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম) উদ্যোক্তা মমতাজ বেগম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তার কাছে ব্যাংকের মোট ৫৩ লাখ ৪২ হাজার ৬৯৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বিক্রি করতে পারবেন তিনি।
(ঢাকাটাইমস/৬জুলাই/এমএন)