অনুমোদিত মূলধন বাড়িয়েছে সামিট পূর্বাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুলাই, ২০১৫ ১৩:১৮:৫০
ঢাকা: অনুমোদিত মূলধন বাড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। ৮ম সাধারণ বার্ষিক সভায় (এজিএম) অনুমোদিত মূলধন ১৭০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকায় উন্নীত করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মূলধন বাড়ানোর বিষয়টি কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে অবহিত করা হয়েছে। বিশেষ এজেন্ডা হিসেবে অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি এজিএমে সাধারণ শেযারহোল্ডারা নিষ্পত্তি করেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২৮ জুন কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/৮জুলাই/এমএন)