logo ২১ মে ২০২৫
সিএসইর নতুন লোগো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুলাই, ২০১৫ ১৩:২৯:৪৯
image

ঢাকা: নতুন লোগো উন্মোচন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লিমিটেড। বুধবার দুপুরে সিএসইর ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ লোগোর উন্মোচন করেন সিএসই চেয়ারম্যান আবদুল মজিদ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কয়েকটি রঙের সম্মিলিত গ্রাফিকাল ওয়েভ ব্যবহৃত হয়েছে নতুন লোগোতে। যা ফিবোনাচ্চি ব্যান্ডস নামে বিশ্ব পুঁজিবাজারে পরিচিত এবং কোম্পানি শেয়ার এনালাইসিসের জন্য অতন্ত জনপ্রিয়। ফিবোনাচ্চি সিকোয়েন্সগুলোকে বলা হয় ম্যাজিক নাম্বার। যা কিনা একটি সোনালী এবং সফল ভবিষ্যতের প্রতীক এবং ম্যাথ ম্যাজিশিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।


লোগোতে প্রধানত টারকুইস রং ব্যবহার করা হয়েছে। যা পুঁজিবাজারের প্রতি সিএসই’র জ্ঞান, সৃজনশীলতা, ধৈর্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে প্রকাশ করেছে।


সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি উলি মারুফ মতিন, পরিচালক শফিউল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/৮জুলাই/এমএন)