আয় বেড়েছে এসিআইয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুলাই, ২০১৫ ১১:৫০:২৮
ঢাকা: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪ পয়সা। যা আগের বছরের তুলনায় ৭৬ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ১ পয়সা।
কোম্পানিটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী কনসুলেটেড মুনাফা করেছে ২৩৯ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। আর কোম্পানিটির কনসুলেটেড ইপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা।
উল্লেখ্য, গত ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) কোম্পানিটি কর পরবর্তী কনসুলেটেড মুনাফা করেছে ২৩১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। আর শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে ৫৮ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ১১ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৮৬ পয়সা।
(ঢাকাটাইমস/১২জুলাই/এমএন)