কারণ ছাড়াই লিন্ডে বিডি ও ইমাম বাটনের দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৫ ১১:৪৯:০৪
ঢাকা: সম্প্রতি টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ ও ইমাম বাটন। অস্বাভাবিক দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি দুটি।
বাজার বিশ্লেষণে জানা গেছে, গত ৯ জুন লিন্ডে বিডির শেয়ারের দর ছিল ৮৮৬ টাকা ৮০ পয়সা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ৮ জুলাই এক হাজার ১১৯ টাকা ৪০ পয়সায় দাঁড়ায়। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে দর বেড়েছে ২৩২ টাকা ৬০ পয়সা।
অপরদিকে ইমাম বাটনের গত ৫ জুলাই শেয়ারের দর ছিল ৯ টাকা। ৮ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ১১.৮ টাকায়। মাত্র তিন দিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩১.১১ শতাংশ।
কোম্পানি দুটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করায় ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাবে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানায়।
(ঢাকাটাইমস/৯জুলাই/এমএন)