সপ্তাহশেষে ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে লেনদেনে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৫ ১২:১৮:৫৯

ঢাকা: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৮৮৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে চার কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৮৫ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৬৫৩ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৪৬৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ২৩২ টাকা বা ২৪ দশমিক ৫৭ শতাংশ।
তবে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৭৭৭ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৪৭১ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ০ দশমিক ৩৪ শতাংশ।
গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৬০ শতাংশ বা ২৭ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে এক দশমিক ১৩ শতাংশ বা ১২ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৯০ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ২৪ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ০ দশমিক ৫৮ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
(ঢাকাটাইমস/১০জুলাই/এমএন)