আয় বেড়েছে সামিট পূর্বাঞ্চল ও সামিট পাওয়ারের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ১১:৫৯:১৭

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল ও সামিট পাওয়ারের শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। কোম্পানিগুলোর অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
সামিট পূর্বাঞ্চল: কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ২২ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা।
হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৪৩ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৩৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, গত ৩ মাসে (এপ্রিল, ১৫ – জুন,১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ২০ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ১৮ কোটি ৩৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২১ পয়সা।
সামিট পাওয়ার: কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২ পয়সা। যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৭ পয়সা।
হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী কনসুলেটেড মুনাফা করেছে ১৫৬ কোটি ৩৪ লাখ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১২০ কোটি ৩৯ লাখ টাকা।
উল্লেখ্য, গত ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) কোম্পানিটি কর পরবর্তী কনসুলেটেড মুনাফা করেছে ৮৬ কোটি ৮৮ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ৬৯ কোটি ৬৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৯৭ পয়সা।
(ঢাকাটাইমস/১৩জুলাই/এমএন)