সূচক ঊর্ধ্বমুখী, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ১৫:৩৪:৫৭

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শেষ করলেও আগের দিনের তুলনায় লেনদেন কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৫ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩২ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিলো ৫৫৩ কোটি ৭৪ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ৩৭ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রবিবার লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৩জুলাই/এমএন)