logo ৩০ এপ্রিল ২০২৫
দর বাড়ার কারণ নেই দুই কোম্পানির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ১২:১৭:১৯
image

ঢাকা: সম্প্রতি টানা শেয়ারের দর বাড়ার জন্য হাইডেলবার্গ সিমেন্ট ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। জবাবে কোম্পানি কর্তৃপক্ষরা অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে।


হাইডেলবার্গ সিমেন্ট: গত ২৮ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫৫৭.৫ টাকা। শেয়ারের দর বেড়ে ১২ জুলাই ৬৫৩.৩ টাকায় গিয়ে দাঁড়ায় কোম্পানিটির শেয়ারের দর। এ সময়ে কোম্পানিটির শেয়ারে দর বেড়েছে ৯৫.৮ টাকা। গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৪৪০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৬৬৫ টাকা।


খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ: গত ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ২২.৯০ টাকা। এর পর এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১২ জুলাই ৩০.৫০ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারে দর বেড়েছে ৭.৬ টাকা।  গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১৮.৩ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৮৬ টাকা।


(ঢাকাটাইমস/১৩জুলাই/এমএন)