বিএসআরএমের দুই প্রতিষ্ঠানের আয় বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৫ ১১:৩৫:৩৮

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানিগুলোর অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে আসে।
বিএসআরএম স্টিল: অর্থবছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসআরএম স্টিলস করপরবর্তী মুনাফা (কনসলিডেটেড) করেছে ১০৫ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় করেছে ৩.০৯ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৮১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয়ের পরিমাণ ছিল ২.৩৯ টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৯.২৮ শতাংশ।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসআরএম স্টিলসের করপরবর্তী মুনাফার পরিমাণ ৭৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ২.২০ টাকা। আগের অর্থবছরে একই সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফা ও শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৪১ কোটি ৪৪ লাখ টাকা ও ১.২১ টাকা।
বিএসআরএম: বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮ পয়সা। যা আগের বছরের তুলনায় ৪৪০ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২০ পয়সা।
হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ১৮ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৩ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা।
গত ৩ মাসে (এপ্রিল,১৫ – জুন,১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান করেছিল ৮৭ লাখ টাকা। আর শেয়ার প্রতি লোকসান করেছিল ৫ পয়সা।
(ঢাকাটাইমস/১৪জুলাই/এমএন)