ঈদের পর ঊর্ধ্বমুখি প্রবণতায় সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ১৩:৩৩:৩৯
ঢাকা: ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার দেশের শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন শুরু থেকেই উভয় বাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে।
দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৭২ লাখ টাকা।
এ সময় প্রধান সূচক ডিএসইএক্স আগের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১৯১টি, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া ২২৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২২টি, কমেছে ৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩১ কোটি ২৬ লাখ টাকা।
(ঢাকাটাইমস/২১জুলাই/এমএন)