logo ৩০ এপ্রিল ২০২৫
গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ১০:৩৫:৪৯
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  ২৯ জুলাই।


অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি,১৫-জুন,১৫) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৪৭ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা। শেয়ার প্রতি আয় করেছে ৭ টাকা ৭৬ পয়সা। আর কোম্পানিটির শেয়ার প্রতি নেটে অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা।


২০১৪ সালে কোম্পানির এই মুনাফার পরিমাণ ছিল এক হাজার ৫৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা। শেয়ার প্রতি আয় হয়েছিলো ৭ টাকা ৮৩ পয়সা।


(ঢাকাটাইমস/২১জুলাই/এমএন)