logo ৩০ এপ্রিল ২০২৫
ঊর্ধ্বমুখি সূচকে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৫ ১২:০৮:৪৬
image

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে দেশের উভয় শেয়ার বাজারে বুধবারের লেনদেন হচ্ছে। লেনদেনেও কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।


দুপুর ১২টা পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩২০ কোটি টাকা।


এ সময় প্রধান সূচক ডিএসইএক্স আগের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১২৩টি, কমেছে ১৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ৭৭টি, কমেছে ৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৪ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২২জুলাই/এমএন)