কারণ ছাড়াই ৩ কোম্পানির দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৫ ১১:০০:১৭

ঢাকা: সম্প্রতি টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, রেনেটা ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি।
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে কোম্পানিগুলো কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে।
ইসলামী ব্যাংক: গত ৭ কার্যদিবসের মধ্যে ৬ কার্যদিবসে ইসলামী ব্যাংকের শেয়ারের দর বেড়েছে। তবে এরমধ্যে গত দুই কার্যদিবসে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে এ কোম্পানির শেয়ার। গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৭.৬০ টাকা। মাত্র ৩ দিনের ব্যবধানে কোম্পানির শেয়ারের দর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২০.৯০ টাকায়।
শাহজিবাজার পাওয়ার কোম্পানি: স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসা শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের দর গত ৬ কার্যদিবসে টানা বেড়েছে। গত ২১ জুলাই থেকে মূল মার্কেটে লেনদেন শুরু হওয়ার পর প্রায় বিক্রেতা শুন্য হয়ে পড়ছে কোম্পানিটি। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ার। গত ৮ জুলাই শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের দর ছিল ১৪১ টাকা। ৬ কার্যদিবসে টানা বেড়ে ২২ জুলাই ২০৫.২ টাকায় গিয়ে দাঁড়িয়েছে শেয়ারের দর।
রেনেটা: গত এক মাস ধরেই টানা দর বাড়ছে ওষুধ খাতের কোম্পানি রেনেটার। গত ২৩ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯৫৯.৪০ টাকা। টানা দর বেড়ে ২২ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১১৯৬.৮০ টাকায়।
(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএন)