এ্যাপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা সোমবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৫ ১২:০৫:৩২
ঢাকা: স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে বস্ত্র খাতের এ্যাপেক্স স্পিনিং। আগামী ২৭ জুলাই সোমবার বিকাল ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর এ্যাপেক্স স্পিনিং বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএন)