logo ৩০ এপ্রিল ২০২৫
প্রাইম ব্যাংকের ইপিএস বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৫ ১১:৫০:৪৮
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। আগের হিসাব বছরের অর্ধবর্ষের তুলনায় চলতি হিসাব বছরে ব্যাংকটির এ আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটির করপরবর্তী মুনাফা (কনসলিডেটেড) করেছে ২১৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় করেছে ২.১১ টাকা।


আগের বছরে একই সময়ে করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১০১ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৯৮ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১১৫.৩০ শতাংশ।


অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ইসলামী ব্যাংকের করপরবর্তী মুনাফা হয়েছে ১৩৮ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৩৫ টাকা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটির করপরবর্তী লোকসানের পরিমাণ ছিল ২৭ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ছিল ২৭ পয়সা।


(ঢাকাটাইমস/২৬জুলাই/এমএন)