ঈদ পরবর্তী সপ্তাহে ঊর্ধ্বমুখী বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৫ ১৪:৫৮:১৭

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছয় দিনের বন্ধ ছিল পুঁজিবাজার। গত মঙ্গলবার থেকে লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহে তিন কার্যদিবস লেনদেন হয়েছে পুঁজিবাজারে। লেনদেনের তিন কাযদিবসই ঊর্ধ্বমুখী ছিলো উভয় পুঁজিবাজার।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ২১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৫৬৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। অর্থাৎ ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৪ লাখ ৬৯ হাজার টাকার
এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক ২৭ শতাংশ বা ১৫২ দশমিক ২৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৭৩ শতাংশ বা ৬৭ দশমিক ৯৬ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ১৮ শতাংশ বা ৪৮ দশমিক ১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টি কোম্পানির। আর দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৩১০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এমএন)