রেকিট বেনকিজারের ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৫ ১০:৫৭:৫৫
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার ২০১৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট।
৫০০ শতাংশ লভ্যাংশের ফলে ২৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে। এরমধ্যে ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্জিত আয় থেকে ১৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা এবং ৯ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা সঞ্চিতি আয় থেকে দেওয়া হবে।
এদিকে ২০১৫ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.১০ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩.৮৪ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ ৩৮.৫২ টাকা।
(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএন)