logo ২০ আগস্ট ২০২৫
এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৫ ১১:২৬:৩৮
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং এন্ড নিটিং কোম্পানি  ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর বিমান বন্দর সড়কে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।


২০১৫ সালের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ২.২৭ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫০.০২ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ১.৭৯ টাকা।


(ঢাকাটাইমস/২৮জুলাই/এমএন)