logo ২৯ এপ্রিল ২০২৫
স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস ৮৮.৪৬ শতাংশ কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুলাই, ২০১৫ ১১:৫৬:১৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৮৮.৪৬ শতাংশ। আগের হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই প্রান্তিকে কোম্পানির এ আয় কমেছে।


দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৭৮ পয়সা। এ হিসাবে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস কমেছে ৮৮.৪৬ শতাংশ।


অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছে ৩২ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৯৮ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৬৭.৩৪ শতাংশ।


(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএন)