logo ১৭ মে ২০২৫
ডিএসইতে পিই রেশিও কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ আগস্ট, ২০১৫ ১৬:১৯:০৭
image

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে দশমিক ২৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।


বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.৭১ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৬.৭৫ পয়েন্ট। এর আগের সপ্তাহে পিই বেড়েছিল ৩.১৮ শতাংশ।


বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.১৫ পয়েন্টে, আর্থিক খাতের ৩৩.৭৮, প্রকৌশল খাতের ২৫.৫১, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩৫.০৪, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.১৯, পাট খাতের ১২৪.৭৯, বস্ত্র খাতের ১১.২১, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৩৭, সেবা ও আবাসন খাতের ৩৪.৪৪, সিমেন্ট খাতের ৩০.৪৫, তথ্যপ্রযুক্তি খাতের ১৯.৫১, চামড়া খাতের ৭৭.৪৮, সিরামিক খাতের ৩২.২৫, বীমা খাতের ১৫.৫৮, বিবিধ খাতের ২৮.১৫, পেপার ও প্রকাশনা খাতের ১৮.৭৯, টেলিযোগাযোগ খাতের ২২.১৭, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৭২।


এদিকে ক্যাটাগরিভিত্তিক হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬.০২ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৮০.৪১, ‘জেড’ ক্যাটাগরির -২২.৪৭ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ৩১.৪০ পয়েন্টে।


(ঢাকাটাইমস/১আগস্ট/এমএন)