logo ২০ মে ২০২৫
কারণ ছাড়াই বিএসআরএমর দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৫ ১২:১৯:২৬
image

ঢাকা: সাম্প্রতিক সময়ে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


গত ১৩ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৬৯.৮০ টাকা। এরপর দর বেড়ে ২ আগস্ট কোম্পানির দর ১০৫.৩ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৩৫.৫ টাকা।


মূলত এ কারণে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।


(ঢাকাটাইমস/৩আগস্ট/এমএন)