logo ২৯ এপ্রিল ২০২৫
পুঁজিবাজার নিয়ে গুজব, বিনিয়োগকারীর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৫ ১৭:০৯:৪২
image

ঢাকা: পুঁজিবাজার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন পুঁজিবাজার ট্রাইব্যুনাল। ফেসবুক ব্যবহার করে বিভিন্ন সময় পেজ খুলে ‘বিভ্রান্তিকর’ ও ‘মিথ্যা’ তথ্য প্রচার করায় মাহবুব সারোয়ার নামে ওই ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়েছে। 


আজ সোমবার সকালে বাদী এবং বিবাদীপক্ষের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর এই রায় দেন। এটি এই ট্রাইব্যুনালের প্রথম রায়। 


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ট্রাইব্যুনাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএসিইসির মুখমাত্র সাইফুর রহমান বলেন, এই রায় পুঁজিবাজারের জন্য একটি মাইলফলক। এই রায়ের ফলে এখন থেকে পুঁজিবাজার নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ হবে। একই সঙ্গে কারসাজিও অনেকটা কমে আসবে। 


রায়ে বলা হয়, আসামি মাহবুব সারোয়ার শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানির আগাম বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুকসহ বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করে পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য দিয়েছে তা বিশ্বাসযোগ্য।


আসামির বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন বিএসইসি দিয়েছে তাকেও যথোপযুক্ত বলে মন্তব্য করেন আদালত। পাশাপাশি পুলিশের তদন্তে আসামির দোষ প্রমাণ হওয়ার কথাও বলেন।


মাহবুব সারোয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ১৮ ধারা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২৪ ধারা অনুযায়ী তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।


২০০৭ থেকে ২০১০ পর্যন্ত মাহবুব সারোয়ার বিভিন্ন ব্লগ ও ফেসবুকে শেয়ারবাজার নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেন। এর পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এ সময় অসংখ্য বিনিয়োগকারী প্রতারিত হন। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালে গুলশানের একটি বাসা থেকে মাহবুব সারোয়ারকে আটক করে র‌্যাব। পরে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করা হয়। 


(ঢাকাটাইমস/৩আগস্ট/জেবি)