দর বাড়ার কারণ নেই বীচ হ্যাচারির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৫ ১৪:১৩:২৬
ঢাকা: সাম্প্রতিক সময়ে শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেড। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হল্টেড হয়ে যায়। ৪ আগস্ট মঙ্গলবারেও কোম্পানিটির শেয়ারের দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। ১৯.৮ টাকা থেকে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১.৭০ টাকায়। বিক্রেতা না থাকায় মঙ্গলবার সোয়া ১২টায় কোম্পানিটির শেয়ার লেনদেন হল্টেড অবস্থায় রয়েছে।
মূলত এ কারণে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই কর্তৃপক্ষ। জবাবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৪আগস্ট/এমএন)