ন্যাশনাল ফিড মিলের ইপিএস বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৫ ১০:৫০:১২
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিল অর্ধবর্ষের অনিরীক্ষিতি (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় করেছে ৬৩ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৫৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ারপ্রতি আয় হয়েছে ৩০ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২৮ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৫০ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ঋণাত্মক ৮ পয়সা। এছাড়া ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৭৩ টাকায়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদমূল্য ছিল ১৪.৪১ টাকা।
(ঢাকাটাইমস/৪জুলাই/এমএন)