logo ২৯ এপ্রিল ২০২৫
কারণ ছাড়াই দুই কোম্পানির দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৫ ১১:৩৬:২৫
image

ঢাকা: সাম্প্রতিক সময়ে শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং ও কাশেম ড্রাই সেল। অস্বাভাবিক দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে এ দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত কয়েক দিন ধরেই আনোয়ার গ্যালভাইজিংয়ের শেয়ারের বেড়েই চলেছে। এর মধ্যে গত ৫ আগস্ট একদিনেই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায়। গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৮.২ টাকা। ৫ আগস্ট দর বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৫ টাকায়।


অপরদিকে কাশেম ড্রাই সেলের এক মাস আগে ৬ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫০.৯০ টাকা। ৫ আগস্ট লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৯ টাকা।


(ঢাকাটাইমস/৬আগস্ট/এমএন)