logo ২৯ এপ্রিল ২০২৫
নিম্নমুখী সূচকে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৫ ১২:৩৬:১৩
image

ঢাকা: নিম্নমুখী সূচকে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে। শুরুর দুই ঘণ্টায় প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৩০ লাখ টাকা।


বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮৮৬ পয়েন্টে রয়েছে।


এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।


অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৯ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪২৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে এ পর্যন্ত লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৬ লাখ টাকা।


(ঢাকাটাইমস/৬আগস্ট/এমএন)