এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের ট্রাস্টি সভা কাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৫ ১১:৩৩:১৬
ঢাকা: স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯(১) অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভার আহ্বান করা হয়েছে।
১১ আগস্ট মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনের শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এমএন)