গত সপ্তাহে ২২ শতাংশ লেনদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৫ ১৫:৩১:২৩

ঢাকা: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় ২২ শতাংশ লেনদেন বেড়েছে। একইসঙ্গে সব ধরনের সূচকও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি বিরাজ করছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে চার হাজার ১৩৭ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৩৮৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। অর্থাৎ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৫৪ কোটি ৭ লাখ ২১ হাজার টাকা বা ২২.২৯ শতাংশ।
এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৫১ শতাংশ বা ৭২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ০ দশমিক ১৬ শতাংশ বা ২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ০ দশমিক ৬১ শতাংশ বা ৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির। আর দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৫৭৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।
(ঢাকাটাইমস/৭আগস্ট/এমএন)