নিম্নমুখী সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৫ ১৫:৪৮:১৮

ঢাকা: নিম্নমুখী সূচকে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ করেছে উভয় পুঁজিবাজার। পাশাপাশি আগে কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮৮১ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৯ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১২ হাজার ৪২২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। লেনদেন হয় মোট ৫৬ কোটি ৬৩ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৪০ লাখ টাকা।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এমএন)