logo ২৯ এপ্রিল ২০২৫
ফ্লোর স্পেস কিনবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৫ ১১:২৬:২৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বানিজ্যিক কাজে ব্যবহারের জন্য ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। 


সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই স্পেস কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, রাজধানীর শান্তিনগরের কাকরাইল রোডে খুলনা ট্রেড স্কয়ারে (ফার্স্ট ও সেকেন্ড ফ্লোর) ৫ হাজার বর্গফুট ফ্লোর স্পেস ও ৩ টি গড়ি রাখার জন্য আনুপাতিকহারে জায়গা কিনবে ব্যাংকটি। এই জন্য  রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য খরচ বাদে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ টাকা।


ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক অনুমোদেন দিলেই নতুন শাখা খুলবে ব্যাংকটি।


(ঢাকাটাইমস/১০আগস্ট/এমএন)