এশিয়ান টাইগার সন্ধানী লাইফের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৫ ১০:৪৬:২০
ঢাকা: এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের ট্রাস্টি কমিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ এবং আড়াই শতাংশ রি-ইনভেস্টমেন্ট লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ফান্ডের ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের ফান্ডটির আয় হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ২১৯ টাকা। ইউনিটপ্রতি আয় হয়েছে ৬২ পয়সা। আগের বছর সঞ্চিত আয় ৮ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৭৭৩ টাকা এবং সমাপ্ত হিসাব বছরের আয় থেকে ট্রাস্টি কমিটি লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে এই ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এমএন)