logo ২৮ এপ্রিল ২০২৫
এপেক্স ট্যানারির ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৫ ১১:০২:২১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি ৩০ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


এপেক্স ট্যানারির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ অক্টোবর রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।


২০১৫ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬.২৫ টাকা (ভ্যালুয়েশন সারপ্লাস ব্যতীত)। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৩.৪৮ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৬.০৫ টাকা।


(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমএন)