নিম্নমুখী সূচকে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৫ ১৫:৪১:২৪

ঢাকা: সূচকের পতনে সপ্তাহ শুরু করলো প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একইসঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৮৪৫ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৬০৩ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮২ পয়েন্ট কমে ১২ হাজার ৩২৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
লেনদেন হয় মোট ৩৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪৮ কোটি ৮৫ লাখ টাকার।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এমএন)