এটলাস বাংলাদেশ-চংকিং জনসেন গ্রুপের চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ আগস্ট, ২০১৫ ১৩:১৬:১৩
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ কোম্পানি ১০ হাজার মোটরসাইকেল আমদানি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ জন্য কোম্পানিটি গত ১১ আগস্ট চংকিং জনসেন গ্রুপের সঙ্গে ১ বছরের চুক্তি করেছে।
এটলাস আমদানিকৃত সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগানো, সাইকেল বিপনন করবে। আমদানিতে ব্যয় ধরা হয়েছে হবে আনুমানিক সাড়ে ৬ মিলিয়ন ডলার।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/এমএন)