logo ২৭ এপ্রিল ২০২৫
পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ আগস্ট, ২০১৫ ১৫:৩৪:৩৭
image

ঢাকা: পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো দেশের উভয় শেয়ারবাজার। একইসঙ্গে আগের দিনের ‍তুলনায় লেনদেনও কমেছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৮৪৪ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।


টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৯ হাজার ২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১২ হাজার ৫০৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম। লেনদেন হয় মোট ৩২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৪৩ লাখ টাকার।


(ঢাকাটাইমস/২৩আগস্ট/এমএন)