সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৫ ১৫:৫৫:৩৭

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
এদিন দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৭ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম। লেনদেন হয় মোট ২৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/এমএন)