ঊর্ধ্বমুখী সূচকে প্রথমার্ধের লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৫ ১১:৫৪:২২
ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে দিনের প্রথমার্ধের লেনদেন হচ্ছে। উভয় শেয়ারবাজারেই লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক ইতিবাচক ছিলো।
বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৬ পয়েন্টে স্থির হয়।
এ পর্যন্ত সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির দাম। টাকার অংকে লেনদেন হয়েছে ১২০ কোটি ৬৫ লাখ টাকা।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৩২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/এমএন)