টালমাটাল আন্তর্জাতিক শেয়ার বাজার
ঢাকাটাইমস ডেস্ক
২৫ আগস্ট, ২০১৫ ১৪:১০:৪৯

ঢাকা: সোমবার শেয়ার বাজারের পতনের ছবি দেখেছে গোটা বিশ্ব। কিন্তু, মঙ্গলবার সকালে বাজার খুলতেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা দেয়। সূচক কিছুটা ওঠেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের তা নামতে শুরু করে। আন্তর্জাতিক কয়েকটি বাজারের চিত্র থাকে অনেকটা এরকম।
চীনের অর্থনীতিকে কেন্দ্র করে একটা আশঙ্কার ছায়া সোমবার গোটা বিশ্ব বাজারে ছড়িয়ে পড়ে। সকলেই শেয়ার বেচতে হুড়োহুড়ি শুরু করে দেন। মুম্বাইয়ের বাজারে সেনসেক্স এক ধাক্কায় প্রায় ১৬০০ পয়েন্ট পড়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু দিন ধরেই চীনের শেয়ার বাজার মাত্রাতিরিক্ত ভাবে ফুলে ফেঁপে উঠছিল। আর চীনের এই অর্থনীতি নিয়েই উদ্বেগ তৈরি হয় গোটা বিশ্বে। এর পর সেই বাজার পড়তে শুরু করে। তখন সে দেশের সরকার এবং শীর্ষ ব্যাংক এই ধস আটকাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে।
এরপর চীনের শেয়ার বাজার গত কয়েক বছরে হু হু করে বেড়েছে। অনেক শেয়ারের মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা ঋণ করেও বাজারে টাকা ঢেলেছে। কিন্তু, বিনিয়োগকারী কোম্পানিগুলি সেই টাকা ঠিক মতো বিনিয়োগ করেনি।
বিশেষজ্ঞদের মতে এই বাজার সংশোধন হওয়ারই ছিল। তাই বাজার পড়তে শুরু করেছে।
অন্য দিকে শীর্ষ মার্কিন ব্যাংক সম্প্রতি ইঙ্গিত দিয়েছে, খুব শীঘ্রই সেখানে সুদ বাড়ানো হতে পারে। ফলে বিদেশি আর্থিক সংস্থাগুলি অন্যান্য দেশের পাশাপাশি ভারত থেকেও শেয়ার তুলে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই টাকা ডলারে বদলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে তারা। ফলে ভারত-সহ অন্য দেশের বাজার পড়ার সমূহ সম্ভাবনা।
(ঢাকাটাইমস/২৫আগম্ট/জেএস)