logo ২৭ এপ্রিল ২০২৫
কারণ ছাড়াই দুই কোম্পানির দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ আগস্ট, ২০১৫ ১১:০০:০৪
image

ঢাকা: সাম্প্রতিক সময়ে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে বিডি অটোকার ও ইবনেসিনা। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি দুটি।


বাজার বিশ্লেষণে জানা যায়, বিডি অটোকারের শেয়ার গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসই বেড়েছে। গত ১১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। ২৫ আগস্ট এ কোম্পানির শেয়ারের দর বেড়ে ৩০ টাকা ১০ পয়সায় গিয়ে দাঁড়ায়।


অপরদিকে গত প্রায় এক মাস ধরেই টানা দর বাড়ছে ইবনে সিনার। গত ২৭ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯৮ টাকা। ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৪০ টাকা ৫০ পয়সায়।


মূলত এ কারণে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিগুলোর কাছে কারণ দর্শানের নোটিশ পাঠায়। জবাবে কোম্পানি দুটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানায়।


(ঢাকাটাইমস/২৬আগস্ট/এমএন)