logo ২৭ এপ্রিল ২০২৫
চীনের শেয়ার বাজারে দরপতন অব্যাহত
ঢাকাটাইমস ডেস্ক
২৭ আগস্ট, ২০১৫ ১৫:১৫:০৬
image

ঢাকা: চীনের প্রধান শেয়ার বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা সত্ত্বেও দরপতন অব্যাহত আছে। চীনা শেয়ার বাজারের এই দুর্দশা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে।


ব্যাংক ঋণ সহজ করার লক্ষ্যে সুদের হার কমানোর পরও সাংহাইয়ের শেয়ার বাজারে সূচক এক শতাংশেরও নিচে নেমে এসেছে।


জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলেও ইউরোপের বাজারে দরপতন দিয়েই বুধবার লেনদেন শুরু হয়।


মঙ্গলবার দিনের শেষে সাংহাই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক সাড়ে সাত শতাংশ বেড়ে যায়।


এর আগে সোমবার শেয়ারের দরপতন ঘটে সাড়ে আট শতাংশ। ২০০৭ সালের পর সাংহাইয়ের শেয়ার বাজারে একদিনে এত বড় দরপতন আর হয়নি। জাপানের নিক্কেই সূচকও মঙ্গলবার চার শতাংশ কমে যায়।


বিশ্ব পুঁজি বাজারে অস্থিরতার জন্য দায়ী করা হচ্ছে চীনের অর্থনীতির বেহাল দশাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়েছে। শেয়ার বাজারেও সৃষ্টি হয়েছে অস্থিরতা। পরিস্থিতি সামলাতে চীনা কর্তৃপক্ষ গত মাসে কয়েক দফায় তাদের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন করে। এরপর চীনের অর্থনীতি নিয়ে শংকা আরও বৃদ্ধি পায়।


(ঢাকাটাইমস/২৭আগস্ট/জেএস)