তিন কোম্পানির পর্ষদ সভা আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৫ ০০:২২:২৬

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। কোম্পানি তিনটি হচ্ছে- সায়হাম কটন মিলস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস) এবং জিপিএইচ ইস্পাত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সায়হাম কটন মিলস লিমিটেড
বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ এপ্রিল ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ ছিল। কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বিবিএস
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। সে বছর বিবিএসের শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৩ টাকা ৮ পয়সা। কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
জিপিএইচ ইস্পাত
জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ সভা আজ দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে কোম্পানির ৩০ এপ্রিল ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/জেবি)