লেনদেন কিছুটা বাড়লেও সূচকে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৫ ১৫:১৬:২৯

ঢাকা: আগের দিনের তুলনায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে টিাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও সূচকের পতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮২৬ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ৩৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৮৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। লেনদেন হয় মোট ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। রবিবার লেনদেন হয়েছিলো ২৩ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএন)